জীবতত্ত্ব আপনাকে মস্তিষ্ক দেয়। জীবন এটাকে মনে পরিণত করে।
জেফ্রি ইউজেনাইডস
মানব মস্তিষ্ক কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল নিয়ে আসে না।
বিল এংভাল
অস্ত্রের সঙ্গে যুক্ত হওয়ার আগে নিজের মস্তিষ্কের সঙ্গে যুক্ত হোন।
জিম ম্যাটিস
অশ্রু হৃদয় থেকে আসে, মস্তিষ্ক থেকে নয়।
লিওনার্দো দ্য ভিঞ্চি
মন্তব্য