টেলিভিশনে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গতকাল তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা ও তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় জারি নির্দেশনা অনুসরণ করে থাকে। এ ক্ষেত্রে গ্যারান্টিসহ বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা এবং এসংক্রান্ত প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য মোজাফফর হোসেন। লিখিত প্রশ্নে তিনি জানতে চান, দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোয় বিভিন্ন হারবাল, ইউনানি ও হোমিও চিকিৎসায় এমন বিজ্ঞাপন প্রচার হচ্ছে যেন এমন কোনো রোগ নেই, যা তাদের ওষুধে ভালো হয় না। প্রতারণামূলক এসব বিজ্ঞাপনের প্রচার বন্ধ করাসহ বিজ্ঞাপন দাতাদের আইনে সোপর্দ করার কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না?
মন্তব্য