করোনাভাইরাস মহামারির কারণে এবারের জাতীয় কবিতা উৎসবও স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার জাতীয় কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিদ্ধান্তে আরো জানানো হয়, পরবর্তী সময়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উৎসবের তারিখ ও সময় ঘোষণা করা হবে।
স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটে ১৯৮৭ সালে যাত্রা শুরু করে জাতীয় কবিতা উৎসব। প্রতিবছর ১ ও ২ ফেব্রুয়ারি এর আয়োজন করা হতো। বইমেলার পাশাপাশি এই উৎসবও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে।
মন্তব্য