kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

যাত্রামোহনের বাড়ি রক্ষার দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি রক্ষায় অবিলম্বে সরকারি ঘোষণা এবং বাড়িটিতে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদের দাবিতে মশাল মিছিল করেছে ‘চট্টগ্রামের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ’ নামের একটি সংগঠন। গতকাল রবিবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড় থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি রহমতগঞ্জ সড়কের জে এম সেন ভবনে গিয়ে শেষ হয়। এর আগে চেরাগী পাহাড় এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বাড়িটিকে জাদুঘর ঘোষণা করার দাবি জানানো হয়। দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানানো হয়। সমাবেশে মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, চট্টগ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত বাড়িটি দখল করার চেষ্টা চলছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রামের সভাপতি তাপস হোড় বলেন, ব্রিটিশ ভারতের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত যাত্রামোহন সেনগুপ্ত, যতীন্দ্র মোহন সেনগুপ্ত এবং নেলী সেনগুপ্তার স্মৃতিবিজড়িত এ বাড়ি। সরকারের কাছে দাবি, অনতিবিলম্বে বাড়িটিতে জাদুঘর করা হোক এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হোক।

মন্তব্য