মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার আমলে দেশের যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী যোগাযোগব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সারা দেশে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করছেন। করোনাকালে যখন পুরো বিশ্বের কর্মকাণ্ড থমকে গেছে তখনো তিনি এ দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। গত শনিবার বিকেলে পিরোজপুরের কালীগঙ্গা নদীতে শ্রীরামকাঠী-ভরতকাঠী-দৈহারী পারাপারে নতুন ফেরি উদ্বোধন শেষে স্বরূপকাঠির গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের এক সুধী সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘পিরোজপুরের উন্নয়নে পরিকল্পনা করে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’
মন্তব্য