রাজধানীর তেজগাঁও লিংক রোড এলাকায় ‘ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ’ নামের একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে অন্তত ১২ জন আগুনে দগ্ধ হয়েছেন। মেরামতের সময় একটি ব্যক্তিগত গাড়ির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। গতকাল শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রবিউল ইসলাম (২৫), আলী আকবার (৫০), শিমুল (২৫), জুয়েল (২৫), হায়দার (২৮), সোনাম (২০), রুবেল (২৫), মাসুদ রানা (২৬), রিপন (৩৩), শাহিন (৪০), আহাদ (২৬) ও সুমন (২৮)। সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনের চিকিৎসা চলছে, অন্যদের চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন শঙ্কামুক্ত। সার্ভিসিং সেন্টারের ব্যবস্থাপক হাবিবুর রহমান পাশা বলেন, ইঞ্জিন থেকে আগুন লেগে দগ্ধ হয় সবাই।
মন্তব্য