কালের কণ্ঠে গত ৯ ডিসেম্বর ‘পিয়ন আলী থেকে পাওয়ার আলী’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ছৈয়দ মোহাম্মদ আলী। প্রতিবাদপত্রে তিনি প্রতিবেদনটিকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে বলেন, ‘আমার প্রতিপক্ষ শক্তির অসত্য তথ্যের ভিত্তিতে করা প্রতিবেদনের মাধ্যমে আমার সামাজিক ও ব্যক্তি জনপ্রিয়তা ক্ষুণ্ন করেছে। আমি স্বাধীনতার সপক্ষের শক্তির একজন সক্রিয় যোদ্ধা। কিন্তু স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী পরিবার মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
প্রতিবেদকের বক্তব্য: ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতেই প্রতিবেদনটি করা হয়েছে। কালের কণ্ঠ’র কাছে ওই সব তথ্য-প্রমাণ সংরক্ষিত আছে।
মন্তব্য