দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাব। প্রেস ক্লাব চত্বরে গতকাল শুক্রবার ৩০০ মানুষকে কম্বল দেওয়া হয়। এ নিয়ে চলতি শীত মৌসুমে জেলায় তিন হাজার কম্বল বিতরণ করল বসুন্ধরা গ্রুপ। প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু বলেন, ‘বন্যা, করোনা ও নদীভাঙনসহ মানিকগঞ্জে বিভিন্ন দুর্যোগে বসুন্ধরা গ্রুপ প্রেস ক্লাবকে সম্পৃক্ত করে। এ জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনুকে ধন্যবাদ জানচ্ছি।’ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য