রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের গোয়েন্দা বিভাগ ও র্যাব-২ গত বৃহস্পতিবার পৃথক দুটি অভিযানে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে আইস, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।
হাতিরপুল ও হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিএমপির লালবাগ গোয়েন্দা বিভাগ। তাঁরা হলেন আশরাফুর রহমান ওরফে সবুজ (৪৫), সুমন খন্দকার ওরফে চিকু সুমন (৩৫), সোহেল রানা (২৫) ও নাহিদ আলম সজল (৩৬)।
রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেন র্যাব-২-এর সদস্যরা। র্যাব জানায়, গাড়ির সিলিন্ডার কেটে এর মধ্যে ২৪ হাজার ইয়াবা ঢুকিয়ে সেটি ঝালাই করে কক্সবাজার থেকে ঢাকায় আনছিলেন আলী হোসেন (৪৫), জাকির হোসেন (৪০) ও জুয়েল হোসেন (২৭)। এ ঘটনায় মামলা হয়েছে।
মন্তব্য