kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

গুলশানে আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক   

১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে এসি বিস্ফোরণে আবদুল আজিজ (৩৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার এসি মেরামত করার সময় এ বিস্ফোরণে আহত হয়েছেন আরো সাতজন।

গুলশান ২ নম্বরে ৯৩ নম্বর রোডের ১৪ তলাবিশিষ্ট এম্পোরি ফিন্যানশিয়াল সেন্টারের নিচতলায় এই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয়। তবে মূল দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবন এই এলাকায় নয়। ভবনটির কেন্দ্রীয় এসি মেরামত করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে এসি মেরামতকর্মী আজিজ ঘটনাস্থলেই মারা যান।

গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ‘ওই ভবনে এসি বিস্ফোরণের ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। আর এসি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে আমিরাত দূতাবাসের ভিসা প্রসেসিং সেন্টারে।’

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির নিচতলার কিছু অংশ এসি কন্ট্রোল রুম হিসেবে ব্যবহার করা হতো। এসি বিস্ফোরণের একপর্যায়ে আগুন ধরে যায়।

মন্তব্য