kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

শীতবস্ত্র বিতরণ করল উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক   

১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের সদস্যরা গতকাল বুধবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র পৌঁছে দেন।

গতকাল বুধবার সকালে ইদিলপুর পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, গোসাইরহাট থানার ওসিসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের আহ্বায়ক ইব্রাহীম ফারুক এবং সদস্যসচিব খুরশিদ জাহান কুসুমের তত্ত্বাবধানে আরিফুজ্জামান উজ্জল (ক্যাপ্টেন অব.), ফুয়াদ আহমেদ, আবু জাফর মো. সালেহ শিমুল, আতাউর রহমান সোহেল, অসীম কুমার কুণ্ডু, আবুল বাশার, আসাদুজ্জামান অপু, জাকির হোসেনসহ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা শীতবস্ত্র বিভিন্ন এলাকার তালিকাভুক্তদের কাছে পৌঁছে দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা