kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

‘সমাজ দুর্নীতিমুক্ত করতে নৈতিক শিক্ষা দিতে হবে’

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি   

১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সমাজব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বর্তমান প্রজন্মকে নৈতিক ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার। বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে অগ্রগতি ও উন্নতি সাধিত হয়েছে, তা প্রধানমন্ত্রীর অবদান। গতকাল পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদল গণমান মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দক্ষিণপূর্ব সোহাগদল কমিনিউটি ক্লিনিকের পুনর্নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্তব্যসাতদিনের সেরা