kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

সংবাদ সম্মেলনে জিহাদী

বারবার হামলা হলে হেফাজত নীরব থাকবে না

নিজস্ব প্রতিবেদক   

১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য সুশৃঙ্খল আন্দোলন। কিন্তু বারবার যদি মাদরাসা ও আলেম-উলামাদের ওপর এভাবে আঘাত আসতে থাকে তাহলে হেফাজতে ইসলাম নাক-কান বন্ধ করে নীরব থাকবে না।’ গতকাল রবিবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। কক্সবাজারের পিএমখালী মাদরাসা, ফটিকছড়ির মাইজভাণ্ডার মাদরাসা এবং কুমিল্লার কচুয়ায় মাদরাসায় হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ‘আমাদের প্রত্যেকের ভেতরে জজবা আছে, ক্ষোভ থাকে। সেই ক্ষোভ প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি দিতে পারি। আল্লাহ সবাইকে শুভ বুদ্ধি দান করুক। আমরা আইন হাতে তুলে নেব না।’সাতদিনের সেরা