kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

আরো ২৫ মৃত্যু, বেড়েছে শনাক্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক   

১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো ২৫ মৃত্যু, বেড়েছে শনাক্তের সংখ্যা

টানা পাঁচ দিন কম থাকার পর দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ফের বেড়েছে। গতকাল রবিবার সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত রোগীর হার ছিল ৮.২৯ শতাংশ। এর আগের পাঁচ দিন তা ছিল ৫ থেকে ৬ শতাংশের ঘরে। আর গতকাল সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৭১ জন, যা আগের দিন ছিল ৬৯২ জন।

গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৫ জন এবং সুস্থ হয়েছে ৭৩৭ জন। সব মিলে দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগী পাঁচ লাখ ২২ হাজার ৪৫৩ জন। তাদের মধ্যে মারা গেছে সাত হাজার ৭৮১ জন। সুস্থ হয়েছে চার লাখ ৬৬ হাজার ৮০১ জন।

সর্বশেষ মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৭ জন পুরুষ, বাকি আটজন নারী। তাদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের দুজন, ৫১ থেকে ৬০ বছরের ছয়জন ও ষাটোর্ধ্ব ১৭ জন। বিভাগওয়ারি ঢাকার ১৯ জন, চট্টগ্রাম ও সিলেটের একজন করে এবং ময়মনসিংহের চারজন। সবাই হাসপাতালে মারা গেছে।সাতদিনের সেরা