kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

অনেক সময় আমরা হোঁচট খাই, আবার ঘুরে দাঁড়াই

কূটনৈতিক প্রতিবেদক   

১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেওয়াশিংটন ডিসিতে গত সপ্তাহের ঘটনাগুলোকে গণতন্ত্রের পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল শনিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে রাষ্ট্রদূত তাঁর প্রতিক্রিয়া জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘ওয়াশিংটন ডিসির নিন্দনীয় ঘটনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কংগ্রেস তার সাংবিধানিক দায়িত্ব সম্পন্ন করেছে এবং প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা ডি হ্যারিসের বৈধ নির্বাচনকে নিশ্চিত করেছেন। তাঁরা আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। যারা আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে সহিংস ও অপরাধমূলক সন্ত্রাস করেছিল তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং আইন অনুযায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করা হবে।’

মিলার আরো বলেন, ‘এই কঠিন সময়ে সমর্থন জানানো বাংলাদেশের অনেক ব্যক্তিকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের বন্ধুত্ব এবং গণতন্ত্রের প্রতি অভিন্ন অঙ্গীকারের জন্য আপনাদের ধন্যবাদ।’সাতদিনের সেরা