kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে কর্মশালা

৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘করোনা পরিস্থিতিতে জয়িতা নারী উদ্যোক্তাদের জন্য ই-কমার্স : সুযোগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় এফবিসিসিআই পরিচালক ও ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার ই-কমার্সের প্রসার, সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করেন। ই-ক্যাব ভাইস প্রেসিডেন্ট মো. সাহাব উদ্দীন আলোচনা করেন অনলাইন ব্যবসার সমস্যা এবং সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে। এ ছাড়া ‘বেসিস’-এর সাবেক পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল ই-কমার্সের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ, পণ্য প্রদর্শন ও বিপণনের চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভাপতিত্ব করেন জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের পরিচালক মো. আব্দুর রউফ। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা