kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

দুই দিনে বিদায় নিলেন দুই চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক   

৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই দিনে বিদায় নিলেন দুই চিকিৎসক

দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত দুই দিনে দুজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

গতকাল রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বগুড়ার ডা. মো. আব্দুর রশিদের (৬৭) মৃত্যু হয়। এর আগের দিন বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামাণিকের (৩৯)। এটি নতুন বছরে করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১২৭ জন চিকিৎসকের মৃত্যু হলো বলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষ থেকে জানানো হয়েছে।

ডা. আব্দুর রশিদ ও ডা. জীবেশ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী।সাতদিনের সেরা