kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

নিম্ন আদালতকে কর্মঘণ্টার পূর্ণ ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   

৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্ধারিত বিচারিক কর্মঘণ্টাকালে অধীন বিচারক/ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনা পরিহার করে বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার করতে নিম্ন আদালতের বিচারকদের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে গতকাল সার্কুলার জারি করেছেন।

সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি সুপ্রিম কোর্ট জেনেছেন, কোনো কোনো জেলায় জেলা জজ/মহানগর দায়রা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এজলাস সময়ে তাঁদের খাস কামরায় অধীন বিচারকদের সঙ্গে আলোচনারত থাকায় এজলাসে দেরিতে ওঠেন। কেউ কেউ আগেই এজলাস ত্যাগ করেন। ফলে আদালতের বিচারিক কর্মঘণ্টা পূর্ণ সদ্ব্যবহার হচ্ছে না। এ অবস্থায় দেশের নিম্ন আদালতের জেলা জজ/মহানগর দায়রা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্ধারিত বিচারিক কর্মঘণ্টায় অধীন বিচারক/ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনা পরিহার করে বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করার কঠোর নির্দেশ প্রদান করা হলো।সাতদিনের সেরা