kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী

নিজস্ব প্রতিবেদক   

২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহেফাজতের ভারপ্রাপ্ত  মহাসচিব নূরুল ইসলাম জিহাদী

ঢাকার খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজারুনুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম জিহাদীকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি মাওলানা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে সৃষ্ট শূন্যপদে তাঁকে নির্বাচিত করা হলো। মাওলানা নূরুল ইসলাম এর আগে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৩ ডিসেম্বর সংগঠনের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটিও পূর্ণ গঠন করা হয়েছে এই বৈঠকে। মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে ঢাকা মহানগর কমিটিতে। মাওলানা তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে।সাতদিনের সেরা