kalerkantho

বুধবার । ৮ বৈশাখ ১৪২৮। ২১ এপ্রিল ২০২১। ৮ রমজান ১৪৪২

শীতার্তদের কম্বল দিল সোলম্যাট

১৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জের সিরাজদিখানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি ব্যাচভিত্তিক ফেসবুক গ্রুপ সোলম্যাট। গতকাল কৃষ্ণনগর এলাকায় এ কর্মসূচিতে প্রায় ১৫০ পরিবারের মাঝে কম্বল দেওয়া হয়। গ্রুপ অ্যাডমিন সায়ন রেজার নেতৃত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবক সেলিনা রহমান, শাওন, রাহেল, রাজীব, রুপন, সজীব, জাহিদ হোসেন, বাপ্পী, কবির ও হাসান।

অ্যাডমিন সায়ন বলেন, ‘এবারের শীতে আমরা কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। এটা আমাদের প্রথম উদ্যোগ। শুধু কম্বলই নয়, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণও করেছি। সামনের সময়গুলোতে আমরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্রদের পাশে দাঁড়াব।’ সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা