kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

বিষাক্ত গম খেয়ে ১৯৩টি কবুতরের মৃত্যু

নাটোর প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের বড়াইগ্রামে কৃষিজমিতে বিষ মেশানো গমের বীজ খেয়ে মারা গেছে ১৯৩টি কবুতর। গতকাল শুক্রবার সকালে উপজেলার কালিকাপুর বেড়পাড়া এলাকায় নবীরউদ্দিনের ছেলে আলম হোসেনের জমিতে এ ঘটনা ঘটে। বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আব্দুল বারেক জানান, আলম হোসেন বৃহস্পতিবার তাঁর জমিতে বিষ মেশানো গম বীজ ছিটিয়ে আসেন। ইঁদুর ও পাখির অত্যাচার থেকে ফসল রক্ষার জন্য তিনি এ কাজ করেছেন। পরে শুক্রবার সেই বীজগুলো খেয়েই মুহূর্তে ১৯৩টি কবুতর মারা যায়। জীববৈচিত্র্য রক্ষা করার লক্ষ্যে বীজ বা খাদ্যে বিষ মিশিয়ে পাখি নিধন আইনত দণ্ডণীয় অপরাধ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন জানান, কবুতরগুলো কালিকাপুর, মহিষভাঙ্গা ও বেড়পাড়া এলাকার ইদ্রিস আলী, রকি, রতন, মাহফুজ, আহসান মোল্লা, মালেক মোল্লা ও টিপু হোসেনের বাড়ির পোষা।

মন্তব্যসাতদিনের সেরা