kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

করোনায় আরো ২৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আরো ২৪ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ২৫২ জন রোগী শনাক্ত ও দুই হাজার ৫৭২ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হয়েছে চার লাখ ৭৩ হাজার ৯৯১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৯০ হাজার ৯৫১ জন ও মারা গেছে ছয় হাজার ৭৭২ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.৫৯ শতাংশ ও মোট শনাক্তের হার ১৬.৭১ শতাংশ। সুস্থতার হার ৮২.৪৮ শতাংশ ও মৃত্যুহার ১.৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে ২০ জন পুরুষ ও চারজন নারী। যাঁদের মধ্যে ২১-৩০ বছরের একজন, ৩১-৪০ বছরের দুজন, ৪১-৫০ বছরের দুজন, ৫১-৬০ বছরের দুজন ও ষাটোর্ধ্ব ১৭ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রামের দুজন, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে একজন করে, বরিশালে দুজন ও ময়মনসিংহ বিভাগের তিনজন রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা