kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

সহজে ব্যাংকঋণ পাচ্ছেন না দুগ্ধ খামারিরা

নিজস্ব প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট ফোরামের (বিডিডিএফ) নেতারা অভিযোগ করেছেন, কৃষি খাতে প্রণোদনা প্যাকেজের ঋণ এখনো সহজলভ্য হয়নি। চট্টগ্রাম বিভাগে প্রায় ২০ হাজার দুগ্ধ খামারির মধ্যে প্রণোদনা প্যাকেজের ঋণ পেয়েছেন মাত্র ২০০ থেকে ২৫০ জন খামারি। আর চট্টগ্রাম জেলায় এক হাজার ৮০০ খামারির মধ্যে ঋণ পেয়েছেন মাত্র ছয়জন। শুধু তাই নয়, প্রণোদনা প্যাকেজের ঋণ প্রদানের ক্ষেত্রে যেসব খামারির ঋণ সবচেয়ে বেশি প্রয়োজন ব্যাংকগুলো সেই খামারিদের ঋণ দিচ্ছে না। শুধু প্রচলিত নিয়মানুযায়ী যাঁরা ব্যাংকের নিয়মিত গ্রাহক তাঁদের ঋণসুবিধা দিচ্ছে। বিডিডিএফের ২০২০-২১ অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়নসংক্রান্ত অনলাইন আলোচনাসভায় সংগঠনের নেতারা এসব অভিযোগ করেন। সংগঠনের সভাপতি সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির সভাপতিত্বে সম্প্রতি এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ব্যাংকগুলো সাধারণ খামারিদের জামানতসহ নানা কঠিন শর্ত জুড়ে দেওয়ায় ক্ষুদ্র খামারিরা ঋণসুবিধা নিতে পারছেন না। তা ছাড়া ঋণ দিলেও সেটি এক বছরের মধ্যে পরিশোধ করার সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। ফলে কভিডের কারণে ক্ষতিগ্রস্ত দুগ্ধ খামারিদের কারো পক্ষেই স্বল্প সময়ের জন্য ঋণ নেওয়া কঠিন।

মন্তব্যসাতদিনের সেরা