নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও লক্ষ্মীপুর প্রতিনিধি
৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, দল থেকে তাঁদের আর মনোনয়ন দেওয়া হবে না। গতকাল ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ-পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি। যেকোনো নেতিবাচক ঘটনা দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলো যেন ম্লান করে না দেয়, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’ ভাস্কর্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মীমাংসিত বিষয় নিয়ে আপস করার কোনো সুযোগ নেই। শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দেবে না। তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘দলের নির্দেশনা অনুযায়ী মনোনয়নের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি ও ত্যাগীদের নাম প্রস্তাব করতে হবে। উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত কারো নাম প্রস্তাব করা থেকে বিরত থাকতে হবে। আজকের এ সুদিন একদিন দুর্দিনেও রূপ নিতে পারে। দেশে কখন যে কী ঘটে, চোখের পলকে কী ঘটে যায়, তা কেউ জানে না।’
স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আশ্বস্ত করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘শিগগিরই বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা হবে। কোনো অবস্থাতেই লক্ষ্মীপুর জেলা পিছিয়ে থাকবে না, লক্ষ্মীপুরের লক্ষ্মী ফিরিয়ে আনা হবে।’
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ বক্তব্য দেন।
মন্তব্য