kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

জামালপুরে বৃদ্ধের সঙ্গে শিশুর বিয়ের সত্যতা মেলেনি

নিজস্ব প্রতিবেদক   

৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজামালপুরের দেওয়ানগঞ্জে ৮৫ বছরের এক বৃদ্ধের সঙ্গে যাঁর বিয়ে হয়েছে সেই নারীর বয়স ১১ বছর নয়, ১৮ বছর। উভয় পক্ষের সম্মতিতে সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়। জামালপুরের এসপির নেতৃত্বাধীন তদন্ত কমিটির হাইকোর্টে দেওয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চে গতকাল বুধবার এ প্রতিবেদন উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষে নিযুক্ত আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। জামালপুরের দেওয়ানগঞ্জে নাতির ধর্ষণের দায়ে ৮৫ বছর বৃদ্ধ দাদার সঙ্গে ধর্ষণের শিকার ১১ বছরের কিশোরীর বিয়ে দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন নজরে নিয়ে গত ২৪ নভেম্বর একই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। জামালপুরের পুলিশ সুপারের প্রতিবেদনে বলা হয়, হাইকোর্টের আদেশের পর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা