kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

চুয়াডাঙ্গায় শুভসংঘের মাস্ক বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ বাজারে শুভসংঘের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কালের কণ্ঠ শুভসংঘের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখা মাস্ক বিতরণের উদ্যোগ নেয়। এ সময় শুভসংঘ সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিন, উপদেষ্টা ও কালের কণ্ঠ’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মানিক আকবর, সদস্য আখতার আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। মাস্ক বিতরণ শেষে শুভসংঘের সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিন বলেন, ‘করোনা নিয়ে এখনো আমাদের ভয় কাটেনি। বরং শীত মৌসুমে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার ভয় রয়েছে।’ তিনি আরো বলেন, নিজে মাস্ক না পরলে পরিবারের সব সদস্য করোনা ঝুঁকিতে থাকবে। অসাবধানতার কারণে পরিবারসহ অন্যরা বিপদে পড়বে। নীলমণিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সাকার উদ্দিন, বাজারের ব্যবসায়ী সামসুল হক, রতন আলী, মিনা হোসেন, ইনতাজ আলী, আজম আলী প্রমুখ মাস্ক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। মাস্ক বিতরণ কর্মসূচিতে শতাধিক ব্যবসায়ী ও পথচারীদের মুুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা