kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

জাবিতে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) চূড়ান্ত পর্বের পরীক্ষা গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চতুর্থ বর্ষের (৪৫তম ব্যাচ) শিক্ষার্থীরা। গতকাল নতুন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। এ সময় দাবি না মানলে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে ফলও প্রকাশ হয়ে গেছে। এমনকি করোনার মধ্যেও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। অথচ আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথাব্যথা আছে বলে মনে হচ্ছে না। সেশনজটের কারণে আমরা ৪১তম বিসিএসে আবেদন করতে পারিনি। এখন ৪৩তম বিসিএসের সার্কুলার হয়ে গেছে; কিন্তু আমাদের পরীক্ষা শেষ করার কোনো উদ্যোগ নেই।

মন্তব্য



সাতদিনের সেরা