ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশ থেকে প্রায় ছয় মাস বয়সী এক ছেলেশিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে শিশুটিকে পাওয়া যায়। জহির মিয়া নামের এক ব্যক্তি শিশুটিকে নিজের বাড়িতে রেখেছেন। শিশুটি খুবই কান্নাকাটি করছে। বাসুদেব ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম কালের কণ্ঠকে জানান, দুবলা গ্রামের মাসুদ মিয়া কান্নার আওয়াজ শুনে শিশুটিকে দেখতে পান। পরে এলাকাবাসীকে জানিয়ে তিনি শিশুটিকে জহির মিয়ার কাছে রাখেন। জহির মিয়ার বরাত দিয়ে আশরাফুল জানান, শিশুটি পাওয়ার আগে ওই জায়গায় দুজন নারীকে দেখেছিল স্থানীয়রা। তারা ধারণা করছে, শত্রুতা বা অন্য কোনো কারণে ওই নারীরা শিশুটিকে ওখানে রেখে যান। বিষয়টি সদর পুলিশকে জানানো হয়েছে। আশরাফুল ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন।
মন্তব্য