kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

করোনায় বীর মুক্তিযোদ্ধা হান্নান খানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় বীর মুক্তিযোদ্ধা হান্নান খানের মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুরে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হত্যা মামলা ও জেলহত্যা মামলার তদন্তে প্রধান সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান খানের আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুল হান্নান খানের জন্ম নেত্রকোনার পূর্বধলা খলিশাউর খানপাড়ায়। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি ভাষা আন্দোলনে অংশ নেন। তিনি হামদুর রহমান শিক্ষা কমিশন আন্দোলনে কিশোরগঞ্জ মহকুমার ছাত্র সংগ্রাম কমিটির সভাপতি ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা