kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

‘করোনার টিকা নিয়ে তাড়াহুড়া করার কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক   

২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনার টিকা নিয়ে তাড়াহুড়া করার কিছু নেই। আমাদের ধৈর্য ধরতে হবে। এটি কার্যকর প্রমাণিত হলে বিনা পয়সায়ই আমরা পাব। তার জন্য গ্যাভি আছে, ইউনিসেফ আছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নাগরিক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। এতে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতা রত্না বাড়ৈ। সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের নেতা মুহাম্মদ উল্ল্যাহ মধুর পরিচালনায় মতবিনিময়সভায় সাবেক সাংসদ ও গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ প্রমুখ বক্তব্য দেন। টিকা প্রাপ্তিতে বাংলাদেশের সুযোগ হারানোর প্রসঙ্গ তুলে ধরে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমরা ভারতের দিকে চেয়ে আছি। আমরা কিভাবে সুযোগ হারিয়েছি? সিনোভ্যাক বিনা পয়সায় আসতে চাইল বাংলাদেশে ট্রায়ালের জন্য, আমরা দিইনি। আমরা এখন পেছনে ঘুরছি, তারা বলছে আমাদের সময় নেই।’

মন্তব্য