kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক   

২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘অনিবার্য কারণে’ সরকারি সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) গতকাল শনিবার জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। ৫ ডিসেম্বর এই পরীক্ষা হওয়ার কথা ছিল। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। তবে অনেক পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন। সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হলো—সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু অনিবার্য কারণে সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।’ কী কারণে স্থগিত করা হলো জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলতে চাচ্ছি না।’ পরীক্ষা কবে নেওয়া হতে পারে, সেটিও বলা মুশকিল বলে জানান তিনি।

মন্তব্য