আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী বলেছেন, করোনা দুর্যোগে পৃথিবীর উন্নত দেশগুলো কাত হয়ে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় এর তেমন কোনো প্রভাব পড়েনি। গতকাল বৃহস্পতিবার শেরপুরের নকলায় বিবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে সোলার ও মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান বিতরণকালে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। সাবেক কৃষিমন্ত্রী বলেন, ‘ভাস্কর্য আর মূর্তি স্থাপনের বিষয়টির যে পার্থক্য রয়েছে তা না বুঝে একটি মহল ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। পৃথিবীর অনেক মুসলিম দেশেই দৃশ্যমান ভাস্কর্য রয়েছে। ইরানের সিরাজ শহরে আল্লামা শেখ সাদির ভাস্কর্য রয়েছে, যা আমি নিজ চোখে দেখে এসেছি।’
পরে মতিয়া চৌধুরী নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৪টি মাদরাসা ও ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সোলার বাতি বিতরণ করেন।
মন্তব্য