লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুছ মো. শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার সময় পুলিশের ওপর হামলা এবং ইউনিয়ন পরিষদে ভাঙচুরের ঘটনায় করা মামলায় ফরিদুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
ফরিদুল বুড়িমারীর ইসলামপুরের ডাঙ্গাপাড়া গ্রামের আইনুল হকের ছেলে। জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় করা তিন মামলায় এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হলো।
লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ওসি ওমর ফারুক জানান, পুলিশের ওপর হামলা এবং ইউনিয়ন পরিষদে ভাঙচুর মামলায় ফরিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসি বেগমের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৯ অক্টোবর পাটগ্রামের বুড়িমারীতে গুজব ছড়িয়ে জুয়েলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই, পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদী হয়ে পাটগ্রাম থানায় হত্যা, পুলিশের ওপর হামলা এবং ইউনিয়ন পরিষদ ভাঙচুরের তিনটি মামলা করেন।
মন্তব্য