লালমনিরহাটের কালীগঞ্জে বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের চৌধুরীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার দক্ষিণ ভোটমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩২) ও তাঁদের তিন বছরের ছেলে সাজেদুল ইসলাম সাজু।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজের ইজি বাইকে স্ত্রী মঞ্জিলা ও তিন ছেলের সবার ছোট সাজুকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বদিউজ্জামান। চৌধুরীর মোড় এলাকায় ঝাঁকুনিতে হঠাৎ তারা ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। চোখের সামনে স্ত্রী-সন্তানের মৃত্যু দেখে পাগলপ্রায় হয়ে পড়েছেন বদিউজ্জামান।
পটুয়াখালীর গলাচিপায় গতকাল বাসের সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাদা সুমন আকাশ (১৪) নামের এক কিশোরের ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার সঙ্গে ইজি বাইকে থাকা অন্য যাত্রী আল আমিন গুরুত্বর আহত হয়েছেন। সুমন আকাশ কালিকাপুর ইউনিয়নের পূর্ব শারিকখালী
গ্রামের মো. কবির হোসেন চৌকিদারের ছেলে।
মন্তব্য