kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ডেঙ্গুতে আক্রান্ত নড়াইলের মেয়র জাহাঙ্গীরের মৃত্যু

নড়াইল প্রতিনিধি   

২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডেঙ্গু আক্রান্ত ছিলেন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ বৃহসপতিবার সকাল ১১টায় ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে নড়াইলপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে বলে জানা গেছে। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১৮ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারে করে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। এদিকে দেশে এবার ডেঙ্গুতে এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। ওই সূত্র অনুসারে, এর মধ্যে আইইডিসিআর দুটি তথ্য পর্যালোচনা শেষ করতে পেরেছে। যার মধ্যে একজনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে শনাক্ত হয়। অন্যদিকে গতকাল সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরো ২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা