kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ভাস্কর্য নিয়ে হৈচৈ করে মাঠ গরম করা যাবে না

শেরপুর প্রতিনিধি   

২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভাস্কর্য নিয়ে হৈচৈ করে মাঠ গরম করা যাবে না

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমানে কিছু লোক ভাস্কর্য নিয়ে হৈচৈ শুরু করেছেন। ভাস্কর্য নিয়ে হৈচৈ করে মাঠ গরম করা যাবে না। তারা এটাও বলুক যে ছবি তোলা যাবে না। ছবি না তোলা গেলে পাসপোর্ট-ভিসা এমনকি হজও করা যাবে না। গতকাল বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌরবাতি বিতরণকালে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ‘ইরানের শিয়া শহরে গালিবের ভাস্কর্য দেখে এসেছি। ইন্দোনেশিয়ায় আছে, মালয়েশিয়ায় আছে, তুরস্কে আছে। পাকিস্তানে স্ট্যাচু আছে। পাকিস্তানের নোটে জিন্নাহ সাহেবের ফটো আছে। এসব নোট পকেটে নিয়ে তারা তাহলে নামাজ পড়ে কিভাবে? তাই এগুলো হলো গোমরা কথা। এই সব গোমরা পথে যারা নিতে চায়, তারা মতলববাজ।’

মন্তব্যসাতদিনের সেরা