kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

এবার করোনায় আক্রান্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক   

২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার করোনায় আক্রান্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী

এবার করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, মন্ত্রীর শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল ড. মোমেনের। এ জন্য তাঁর কভিড পরীক্ষা করা হয়। গত মঙ্গলবার রাতে ওই পরীক্ষার ফলে তাঁর ‘কভিড পজিটিভ’ আসে। একই সঙ্গে কভিড পরীক্ষা করা হয়েছিল পররাষ্ট্রসচিবেরও। তাঁরও ‘কভিড পজিটিভ’ মেলে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনায় আক্রান্ত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সফর বাতিল করা হয়েছে। তাঁরা দুজনই চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঢাকায় বেশ কিছু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত মঙ্গলবারও তিনজন বিদেশি রাষ্ট্রদূত তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা