kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

২৬ দিনের মেয়েকে আছড়ে হত্যা করল বাবা!

নারায়ণগঞ্জ প্রতিনিধি    

২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরূপগঞ্জে ছেলেসন্তান না হওয়ার ক্ষোভে ২৬ দিনের মেয়েসন্তানকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গত শনিবার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল রবিবার দুপুরে বাবাকে গ্রেপ্তার করে। কামাল হোসেন মাছিমপুর হাউলিপাড়া এলাকার বাবুলের ছেলে। নিহত শিশুর নাম মীম।

শিশুর মা খাদিজা আক্তার জানান, দুই বছর আগে পারিবারিকভাবে কামালের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন কামাল। সব সময় ছেলেসন্তান আশা করতেন তিনি। কিন্তু ২৬ দিন আগে একটি মেয়েসন্তানের জন্ম দেন খাদিজা। তার নাম রাখা হয় মীম। মীমের জন্মের পর থেকেই খাদিজার সঙ্গে খারাপ আচরণ শুরু করেন কামাল।

মন্তব্যসাতদিনের সেরা