kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

বায়তুল মোকাররমে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক   

২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবায়তুল মোকাররম মসজিদ ও এর চত্বরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান লিখিত বক্তব্য পড়ে শোনান। সম্প্রতি বিভিন্ন ধর্মীয় সংগঠনের মহানবীর (সা.) অবমাননা, ভাস্কর্য ও মূর্তিবিরোধী আন্দোলনের সমালোচনা করেন তিনি। মাওলানা জিয়াউল হাসান বলেন, ‘ইসলাম ধর্ম কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শিক্ষা দেয় না, বরং জগতের সবচেয়ে গর্হিত অপরাধ শিরক প্রতিমাপূজাকেও গালমন্দ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন।’

মন্তব্যসাতদিনের সেরা