kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

চিনিকল শ্রমিক আখ চাষিদের সমাবেশ

কালের কণ্ঠ ডেস্ক   

২২ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল, শ্রমিকদের বকেয়া বেতন ও আখ চাষিদের পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গা, ফরিদপুর, পঞ্চগড়, নাটোর, গাইবান্ধা ও দিনাজপুরে সমাবেশ করেছেন চিনিকল শ্রমিক ও আখ চাষিরা। গতকাল শনিবার এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা কেরু অ্যান্ড কম্পানি চিনিকলে শ্রমিক-কর্মচারী ও আখ চাষি ফেডারেশন ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল সকালে বৈঠক ও সমাবেশ হয়। এতে কেরু অ্যান্ড কম্পানির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ, সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। একই সময়ে ফরিদপুরে মধুখালী উপজেলায় অবস্থিত চিনিকলের প্রধান ফটকের সামনে চিনিকল শ্রমিক ও চাষিরা সমাবেশ করেন। এ সময় অবিলম্বে পাঁচ দফা দাবি মেনে বকেয়া পরিশোধ করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নেতারা। ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজল বসু, আখ চাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান প্রমুখ সভায় বক্তব্য দেন। এদিকে গতকাল দুপুরে পঞ্চগড় সুগারমিল চত্বরে পঞ্চগড় আখ চাষি  ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে ফটকসভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আখ চাষি ফেডারেশনের সভাপতি এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। দেশের ১৫টি সুগারমিল বন্ধ না করে আধুনিকায়নের দাবি তোলা হয় সমাবেশে। এ ছাড়া কড়া পুলিশি পাহারায় গতকাল সকালে বাংলাদেশ চিনিকল করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের যৌথ উদ্যোগে নাটোর সুগারমিলের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা