বরগুনার বেতাগীতে এক ইউপি চেয়ারম্যানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার উপজেলার কালিকাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। আহত ইমাম হাসান শিপন সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কালিকাবাড়ী বাজারে ১০ থেকে ১২ জনের একটি দল শিপনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। মাস্ক পরা থাকায় দুর্বৃত্তদের পরিচয় জানা যায়নি।
মন্তব্য