kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

নৌ চলাচলের স্বার্থে নতুন সেতু হবে ঢাকার চারপাশে

নিজস্ব প্রতিবেদক   

১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকার চারপাশে যেসব সেতু নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেগুলো ভেঙে নতুন সেতু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করতে এবং নাব্যতা বাড়ানোর লক্ষ্যে গঠিত ‘মাস্টারপ্ল্যান’ কমিটির সভা শেষে গতকাল মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে মাস্টারপ্ল্যান কমিটির এই সভা হয়। সভার পর কমিটির সভাপতি তাজুল ইসলাম জানান, নদী দখলমুক্ত, দূষণরোধ, নাব্যতা বৃদ্ধিসহ রাজধানীর উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর কিংবা সংস্থা থেকে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে কোনো সাদৃশ্য আছে কি না, তা যাচাই-বাছাই করতে একটি কমিটি গঠন করা হবে। মন্ত্রী আরো জানান, রাজধানীতে চিহ্নিত খালগুলোর একটির সঙ্গে আরেকটির সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষের জন্য দুই পাশে হাঁটার ব্যবস্থা থাকবে। খালগুলোতে থাকবে নৌযান চলাচলের ব্যবস্থাও।

মন্তব্যসাতদিনের সেরা