kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

এসআইসিওটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডা. আমজাদ

নিজস্ব প্রতিবেদক   

৯ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেলজিয়ামে অবস্থিত বিশ্বের ১১০টি দেশের অর্থোপেডিক সার্জনদের নিয়ে গঠিত অলাভজনক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অব অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমালজির (এসআইসিওটি) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। ২০২০-২২ সালের নির্বাহী কমিটিতে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। বাংলাদেশের এই বিশিষ্ট অর্থোপেডিক সার্জন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি, ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক ও আর্থোপ্লাস্টি সেন্টারের চিফ কনসালট্যান্ট এবং বিভাগীয় প্রধান।

আন্তর্জাতিক অর্থোপেডিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনের নির্বাচন উপলক্ষে গতকাল রবিবার ল্যাবএইড হাসপাতালের পক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা