মশার প্রকোপ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের চতুর্থ দফার অভিযানের প্রথম দিনে ৯৪টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত মোট দুই লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেন। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএনসিসি একযোগে ১৩ হাজার ৮২৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে। এসব স্থাপনার মধ্যে ৯৪টিতে এডিসের লার্ভা পাওয়া গেছে। আরো আট হাজার ৭১৩টি স্থাপনায় জমে থাকা পানি পেয়েছেন ডিএনসিসির কর্মীরা। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, ‘এ সময় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই চিরুনি অভিযান চলছে। অভিযান অব্যাহত রাখা হবে।’
মন্তব্য