kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি   

১ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলের বাসাইলের মটরা গ্রামে গত শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল লতিফ খান (৬৭) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তাঁর স্বজন ও বীর মুক্তিযোদ্ধারা। স্থানীয় হাবলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান খান জানান, আব্দুল লতিফ খানের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের পুকুরে মাছ চাষ নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত শুক্রবার বিকেলে ইউপি সদস্যের বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে সবাই উত্তেজিত হয়ে ওঠে এবং একপর্যায় ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুল লতিফ মারাত্মক আহত হলে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আব্দুল লতিফ খানের ছোট ভাই আব্দুর রউফ বলেন, ‘প্রতিবেশী পরি বেগম, আবু খাঁ, তার ছেলে পাভেল ও পারভেজ আমার ভাইকে পেটায় ও গলা চেপে ধরে।’

 

মন্তব্যসাতদিনের সেরা