ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি কমানো হয়েছে। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষের অর্থাৎ ২০১৯-২০ শিক্ষাবর্ষের উন্নয়ন ফি ৫০ শতাংশ মওকুফ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস ছুটি কমানো হয়েছে। আসন্ন শীতকালীন ক্লাস ছুটি ১৭ দিনের পরিবর্তে সাত দিন এবং গ্রীষ্মকালীন ক্লাস ছুটি ৪০ দিনের পরিবর্তে ২০ দিন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া করোনা মহামারি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ২০১৯-২০ সেশনের উন্নয়ন ফি ৫০ শতাংশ মওকুফ করা হয়েছে।
মন্তব্য