kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ   

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের যানবাহনের বাড়তি চাপ পড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত চাপের কারণে ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফেরি পার হতে হয় যাত্রী ও চালকদের।

বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীদ্দিন রাসেল জানান, শুক্রবার বন্ধের দিন থাকায় এমনিতেই বৃহস্পতিবার দুপুরের পরে যানবাহনের অতিরিক্ত চাপ থাকে। এ ছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের যানবাহনের বাড়তি চাপ আছে। এ কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস আগে পার করা হচ্ছে।

 

মন্তব্য