kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান জুনো আর নেই

নিজস্ব প্রতিবেদক   

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকমিউনিস্ট নেতা বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো আর নেই। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। আজ শুক্রবার তাঁর লাশ ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হতে পারে।

হায়দার আনোয়ার খান জুনো দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৫ সেপ্টেম্বর থেকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। পরে তাঁকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হায়দার আনোয়ার খান জুনো এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি রেখে গেছেন। তাঁর বড় ভাই কমিউনিস্ট নেতা সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো। বাবা পিডাব্লিউডির সাবেক প্রধান প্রকৌশলী মরহুম হাতেম আলী খান।

মন্তব্যসাতদিনের সেরা