kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

বগুড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকাবিল হোসাইন বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধাতালিকায় ১৬তম স্থানে থাকা এ মেধাবী শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী। তাই বলে থেমে থাকতে রাজি নয় কাবিল। মনের আলোয় এগিয়ে যেতে চায় সামনের দিকে। আর তার এ যাত্রায় কালের কণ্ঠ’র শুভসংঘকে পাশে পেয়ে আবেগে আপ্লুত সে। গতকাল বুধবার দুপুরে শুভসংঘের অনুষ্ঠানে তাই ছড়ার ছন্দে সে বলে ওঠে, ‘প্রতিবন্ধীরাও অন্যের মতো সমাজের এক অঙ্গ, ফুল দিয়ে মোদের করল বরণ সামাজিক সংগঠন শুভসংঘ।’

শুভসংঘ বগুড়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয় শহরের বনানীতে অবস্থিত সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম বিদ্যালয়ে। অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রদের জন্য পোশাক, শীতবস্ত্র, লোশন, তেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করে শুভসংঘ। এ ছাড়া শিশুদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়। বগুড়া শুভসংঘের অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ এসব বিতরণ করেন। এ সময় কাবিল হোসাইন ছাড়াও বিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবীন খান, কাওসার ইসলাম, জিসান, মসিউর রহমান, আব্দুল হাকিম মণ্ডল, আবু হাসান মণ্ডল ও অন্তর মিয়া উপস্থিত ছিল।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ বলেন, ‘এই দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা আমার সন্তানতুল্য। তাদের পাশে সব সময় যেকোনো প্রয়োজনে থাকতে চাই। এই ছাত্ররা আগামী দিনে দেশের নাম উজ্জ্বল করবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠ শুভসংঘ বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সিরাজুল হক ফাইন। এ সময় শুভসংঘ বগুড়া জেলা শাখার উপদেষ্টা নাহারুল ইসলাম, নতুন উপদেষ্টা মোস্তফা মাহমুদ শাওন, কালের কণ্ঠ’র ব্যুরো প্রধান লিমন বাসারসহ শুভসংঘের বিভিন্ন পর্যায়ের সদস্য ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ। অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, দৃষ্টিপ্রতিবন্ধী এই শিশুদের কেউ শুভসংঘের সঙ্গে কাজ করতে চাইলে তাদের অন্য সদস্যদের মতোই সমান সুযোগ দেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা