kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গণস্বাক্ষর

সুনামগঞ্জ প্রতিনিধি   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুনামগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে এরই মধ্যে খসড়া আইন পাস হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, আইনটি শিগগিরই চূড়ান্ত অনুমোদন পাবে।

স্থানীয়রা জানায়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরবাসীকে এই বিশ্ববিদ্যালয় উপহার দিচ্ছেন। তবে শোনা যাচ্ছে যে এর ক্যাম্পাস শান্তিগঞ্জে নির্মিত হতে পারে। তাই শান্তিগঞ্জের পরিবর্তে সুনামগঞ্জ জেলা সদরে বিশেষ করে শহরতলির আশপাশে ক্যাম্পাস নির্মাণের দাবিতে স্থানীয়রা আন্দোলন করছে। এরই মধ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট

পীর ফজলুর রহমান মিসবাহের ডাকে জেলা শহরে মানববন্ধন হয়েছে। একই দাবিতে এবার

শুরু হলো গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি।

মন্তব্যসাতদিনের সেরা